চটজলদি সহজ উপায়ে ঝিনুক পিঠে, এই শীতে

Published By: Khabar India Online | Published On:

চটজলদি আর সহজ উপায়ে বানিয়ে উপভোগ করতে পারেন এই শীতে পিঠে।

উপকরণ

ময়দা ৩ কাপ।

সুজি চার ভাগের এক সিকি কাপ।

ডিম ২টি।

চিনি এক কাপ।

লবণ সামান্য।

আরও পড়ুন -  অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা এই মুহূর্তে মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছেঃ অর্জুন কাপুর

তেল এক কাপের চার ভাগের তিন ভাগ।

প্রণালী

সবার আগে ডিম ফেটে নিয়ে তাতে চিনি দিয়ে দিন। এবার তেল ও লবণ দিয়ে ভালোভাবে ময়দা ও সুজি মিশিয়ে দলা করে নিন। রুটির খামিরের চেয়ে একটু নরম হতে হবে।

আরও পড়ুন -  Breaking: 24 ঘন্টায় জলপাইগুড়ি কোভিড হাসপাতালে মৃত্যু দুজনের

ছোট ছোট গোল বল বানিয়ে নতুন চিরুনিতে তেল মাখিয়ে নিন। এরপর আঙুল দিয়ে চেপে ঝিনুকের মতো করে পেঁচিয়ে পিঠে বানিয়ে নিতে হবে। বেশ কিছু পিঠে বানানোর পর হালকা আঁচে বাদামি করে তেলে দিয়ে দিন।  পরিষ্কার পাত্রে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন। হয়ে গেল ঝিনুক পিঠে।

আরও পড়ুন -  Neha Kakkar: নেহা কক্কর কটূক্তির শিকার হলেন, পোশাক এর জন্য

ফাইল ছবি।