প্রথম কোয়ার্টার ফাইনাল। রাত ৮টা ৩০মিনিটে বিশ্বকাপের ফেবারিট দল ব্রাজিলের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।
লুকা মদ্রিচের দল চায় ব্রাজিলের বিপক্ষে কখনো জয় না পাওয়ার আক্ষেপ ঘোচাতে। অপরদিকে, হেক্সা মিশন সফলে জয় ছাড়া আর কোনো ভাবনা নেই ব্রাজিল শিবিরে।
ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণাঙ্গ শক্তির দল ব্রাজিল। প্রতিপক্ষ নিয়ে ভাবনা থাকলেও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে লুকা মদ্রিচ। ব্রাজিল শিবিরে শঙ্কা আরেকটি জায়গায়। বিশ্বকাপে ইউরোপ বাধা টপকানোর ইতিহাস নেই ব্রাজিলের।
হেক্সা মিশন সফলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ব্রাজিলকে টপকাতে হবে ইউরোপের বাধা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর প্রতি আসরেই ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে ব্রাজিল শিবিরে ভাবনা শুধুমাত্র লুকা মদ্রিচকে নিয়ে। ক্রোয়েশিয়ার হৃদপিণ্ড রিয়েল মাদ্রিদের ফুটবলার। তাকে আটকে দিলেই হয়ে যাবে ক্রোটরা। বিপক্ষের তারকাকে আটকানোর দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাসেমিরোর ওপর। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের মিটফিল্ডের উপর অনেক কিছুই নির্ভর করবে।
ক্রোয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে আটকে দিতে পারলেই হেক্সা মিশন পূরণ করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ব্রাজিল।
ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিল কোচ তিতে মাঠে নামাতে চান সার্বিয়ার বিপক্ষে খেলা একাদশটা। তবে ব্রাজিলের ভয়ের কারণ হতে পারে নকআউটে ক্রোয়েশিয়ার ইতিহাস। আগের বিশ্বকাপে কোয়ার্টার থেকে সেমিতে কোয়ালিফাই করেছিল ক্রোয়াটরা। তবে দলে নেইমার-ভিনি-রিচার্লিসনরা থাকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি হোক চাইবেন না কোচ।
বিশ্বকাপ-ইউরোর নকআউট স্পেশালিস্ট ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, সেটা ভালোই জানা ক্রোয়েশিয়া কোচের। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে পৃথক তিনজন ফুটবলারকে আক্রমণ ভাগে খেলিয়েছেন কোচ জলাতকো দালিচ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে মার্কো লিভাজাকে।
ব্রাজিল-ক্রোয়েশিয়া সর্বমোট চারবার মুখোমুখি হয়েছে। ব্রাজিলই জিতেছে তিনটি ম্যাচ। এক ম্যাচ ড্র। এর মধ্যে বিশ্বমঞ্চে দুইবার মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। ২০০৬ বিশ্বকাপের গ্রুপপর্বে কাকার গোলে ইউরোপের দলটিকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপেও গ্রুপপর্বে ক্রোয়েশিয়াকে হারায়।
ম্যাচটিতে জোড়া গোল করেন নেইমার। অস্কারের পা থেকে আসে একটি গোল। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায় সেলেসাওরা। বিশ্বকাপের বাইরে দুই প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে ২০০৫ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।
ফাইল ছবি।