আত্মীয়রা অবাক, বর হাত ধরতে চাইছে কনের, বাধা দিল শ্যালিকারা, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো।

আরও পড়ুন -  Arijit Singh: মাথা ঠুকে প্রণাম করে গান গাইলেন অরিজিৎ সিং, দেখুন ভিডিও

বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একেবারে অন্য ধরনের একটি বিয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে আত্মীয়-স্বজন নিয়ে বিয়ে করতে এসেছে বর। সেখানে জীবনসঙ্গিনীর সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। এবার বিয়ের মঞ্চ থেকে নেমে নতুন বর তার বউয়ের হাত ধরতে চাইছেন।

আরও পড়ুন -  মৃত পরিযায়ী শ্রমিক এর পরিবারবর্গের চাকুরীর দাবিতে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের আগেই

 সেখানেই খুনসুটি শুরু করেন শ্যালিকারা। যতবার বর তার নববধূর হাত ধরতে যায় ততবার শ্যালিকারা ইচ্ছা করে বউয়ের হাত সরিয়ে নিতে থাকে। অবশ্য কিছুক্ষণ হাসিমজা করার পর তারা ছেড়ে দেয়।

আরও পড়ুন -  Lock Upp: পরিচালক গর্ভপাত করিয়েছেন মন্দানার! শুনে কেঁদে ফেললেন কঙ্গনা!

royal_kathiyawadi_couple নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে এই ভাইরাল ভিডিওটি।