Argentina-Saudi Arabia: আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব

Published By: Khabar India Online | Published On:

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব। বিরতির পর মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান সৌদির সালেহ আল-শেহরি। ম্যাচে সৌদি আরবের প্রথম শট অন টার্গেট। এবং তারা ১-১ করে আর্জেন্টিনাকে চাপে ফেলে।

আরও পড়ুন -  আমাদের দেশের কৃষি ক্ষেত্রকে আন্তর্জাতিক খাদ্য প্রক্রিয়াকরণ বাজারে পৌঁছনোর উদ্যোগ : প্রধানমন্ত্রী

 ম্যাচের ৫৪ মিনিটে আল-দাওসারির দুরন্ত গোলে সৌদি এগিয়ে গেল ২-১। সালেম আল-দাওসারি পাস নিয়ে দু’টি ড্রিবল করেন এবং গোলরক্ষককে কাটিয়ে গোল করে সৌদি আরবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। মারাত্মক চাপে পড়ে আর্জেন্টিনা।

আরও পড়ুন -  মুক্তি পেতে আঁচিল থেকে, ঘরোয়া টোটকা

কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। যদিও সৌদির জালে ৪ বার বল জড়িয়েছিল তারা।  অফসাইডের কারণে তিনবারই গোল বাতিল হয়।

আরও পড়ুন -  Srabanti: শ্রাবন্তীকে কটাক্ষের সুর নেটজনতার, ‘ছেলের বিয়ের বয়সেও বউ সাজার শখ যাচ্ছে না’

গোল খাওয়ার পরেই ম্যাচের ৫৯ মিনিটে তিনটি পরিবর্তন করে আর্জেন্টিনা। রোমেরো, গোমেজ এবং পেরেদেসের পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজ, আলভারেজ এবং ফার্নান্ডেজ নামায় স্কোলোনি।

 সৌদি আরব দুরন্ত ডিফেন্স করছে। ছবিঃ ইন্টারনেট।