Neha Bhasin Birthday: জন্মদিনের পার্টি তারকার হাট নেহা ভাসিনের, সামনে এসেছে এমন ছবি

Published By: Khabar India Online | Published On:

নেহা ভাসিন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। জনপ্রিয় গায়িকা তিনি। ক্যামেরার পিছনের মানুষ হলেও তাকে নিয়ে মিডিয়াতে কম চর্চা হয় না। বোল্ডনেসের টেক্কা দেন বলিউডের একাধিক ডিভাকে।

সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন নেহা। ধুমধাম করে পালন হয়েছে জন্মদিনও। তার জন্মদিনের অনুষ্ঠানে রীতিমতো বসেছিল তারকার হাট। সম্প্রতি গায়িকা সেই সূত্রেই মিডিয়াতে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয়।

আরও পড়ুন -  নিখিলের সঙ্গে দূরত্ব বাড়ছে ! যশের সঙ্গে ‘প্রেম’, তারপর কয়েকটি কবিতার লাইন

নেহা ভাসিন সোশ্যাল মিডিয়ার পাতাতে ভালোই অ্যাক্টিভ। তার সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে সকলের কাছে।

সবসময়ই ক্যামেরার সামনে বোল্ড লুকে দেখা মেলে। জন্মদিনেও তার অন্যথা হয়নি। নেহা সাদা রঙের পোশাকে চোখ ধাঁধিয়েছেন সকলের। সাদা টিউব ব্রা কাটিং ক্রপটপ ও সাদা শটসের সাথে পরেছিলেন সাদা ট্রান্সপারেন্ট র‍্যাপারও।

আরও পড়ুন -  Parimony: প্রস্তুতি শুরু করে দিলেন পরীমনি, ছেলের প্রথম জন্মদিনের

 বারিন্দার চাওলা তোলা একাধিক ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। হিমেশ রেশ্মিয়ার মতো গায়ক উপস্থিত ছিলেন নিজের স্ত্রীয়ের সাথে। দেখা গিয়েছে, উমর রিয়াজের পাশাপাশি সোনিয়া কাপুরেরও। এই মুহূর্তে সেইসমস্ত ছবিই ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  VIDEO: খুব চরমে গিয়ে আবেদনময়ী ভঙ্গিতে নাচ যুবতীর চটুল হিন্দি গানে, সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের আগেই ভাইরাল হচ্ছে ভিডিও