Qatar World Cup-2022: আবারও বিশ্বকাপ জেতার সময় এসেছে ব্রাজিলেরঃ লুলা দা সিলভা

Published By: Khabar India Online | Published On:

 ব্রাজিল ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিলো। ২০ বছর পর আবারো বিশ্বকাপ জেতার সময় এসেছে বলে আশা করেন ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

লুলা বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় দলগুলি ভাল করছে না, ইতালি টুর্নামেন্টে নেই, ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ বছর আগের মতো খেলছেন না। ব্রাজিলের এই বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি।

আরও পড়ুন -  কাতারের নিয়ম ভাঙলেন, আবেগ চেপে রাখতে পারলেন না বেলজিয়াম গোলরক্ষক

লুলা আরও বলেন, কাতার কেন এই বছরের বিশ্বকাপ আয়োজন করবে তা নিয়ে তর্ক করার কোন মানে নেই। ভক্তদের তর্কে পরিবর্তে ম্যাচগুলো উপভোগ করা উচিত।

লিসবনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, কাতারকে কোন মাপকাঠিতে বেছে নেয়া হয়েছে তা আমি জানি না, এটি বিচার করা আমাদের ওপর নির্ভর করে না কারণ এটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাই আমাদের খেলোয়াড়রা ভালো খেলুক।

আরও পড়ুন -  Brazil: বিশ্বনেতাদের অভিনন্দন, লুলা ফের ব্রাজিলের প্রেসিডেন্ট

সুত্র: আল জাজিরা, ছবিঃ সংগৃহীত।