Ibrahim Khan: বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা পুত্র, ইব্রাহিম খানের

Published By: Khabar India Online | Published On:

‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলী খান। এবার অভিষেক হতে যাচ্ছে ছেলে ইব্রাহিম আলীর। মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র সেটেও রয়েছেন সইফ-অমৃতার পুত্র। অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসাবে। ২১ বছর বয়সে এই প্রথম তিনি অভিনয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: এই প্রথমবার দেবের সাথে, দমবন্ধ হয়ে আসছিলো সৌমিতৃষার!

জানা গিয়েছে, করণ জোহরের প্রযোজনায় একটি ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফ-পুত্র। বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সুডো চরিত্রকে যদি মনে থাকে, তিনিই এই কাজে আসছেন পরিচালনায়। ছবির নাম এখনও জানা যায়নি। তবে, যুদ্ধের ছবি। ছবিটি ফ্লোরে উঠতে চলেছে ২০২৩ সালে।

আরও পড়ুন -  Warmest June: সবচেয়ে উষ্ণ জুন মাস, ৭০ বছরের মধ্যে