35 C
Kolkata
Thursday, April 25, 2024

Nobel Prize: তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ, নোবেল পেলেন সাহিত্যে

Must Read

২০২১ সাহিত্যে নোবেল পেয়েছেন ব্রিটিশ-তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ।

 রয়্যাল সুইডিশ একডেমি ১১৮তম নোবেলজয়ী লেখক হিসেবে তার নাম ঘোষণা করে।

১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন আবদুলরাজাক গুরনাহ। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে বেড়ে ওঠেন তিনি । ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান।

আরও পড়ুন -  Malala Yousafzai: তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই, আফগান মেয়েদের স্কুলে যেতে দিন

 ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। আবদুলরাজাক গুরনাহ সম্পর্কে সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

আবদুলরাজাক গুরনাহ শরণার্থীদের জীবন ও সেখানে তাদের সাংস্কৃতিক সংকট নিয়ে লিখেছেন। ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন -  Suvante Pabo: সুভান্তে প্যাবো, নোবেল পেলেন চিকিৎসায়

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img