রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির মতে, এখান থেকে একটি স্থায়ী সমাধানও খুঁজে বের করার সম্ভব। ফুটবলের রাজা পেলেকে দেখার জন্য আফ্রিকায় গৃহযুদ্ধ বিরতির কথা কমবেশি সবারই জানা। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রেক্ষাপটটা পুরোপুরি রাজনৈতিক হলেও আসছে বিশ্বকাপকে যুদ্ধবিরতির উপলক্ষ হিসেবে দেখতে চান ইনফান্তিনো।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০’র সম্মেলনে নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ফিফা প্রধান। সেখানে সবার প্রতি শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, এই বিশ্বকাপ মতভেদ ভুলে সবাইকে যুদ্ধবিরতির একটা সুযোগ করে দিতে পারে।
সবার প্রতি অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি বলেন, বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা অন্তত মানবিক দিক বিবেচনায় কিছু দিক উন্মোচন করার কথা ভাবুন। কিছু একটা করুন, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নেওয়া হবে। আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের এবং সারা বিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিচ্ছে।
চলমান এই যুদ্ধে প্রাণহানি হয়েছে অনেক। আবাস ছেড়ে পালিয়েছে দুই দেশের লাখ লাখ মানুষ।
উল্লেখ্য, চলতি মাসের ২০ নভেম্বর কাতারের দোহায় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। ছবিঃ সংগৃহীত।