কংগ্রেসের প্রতিবাদ মিছিল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সালানপুর পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ পুইতন্ডী ও জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জীর নেতৃত্বে সালানপুর ব্লক কংগ্রেসের ডাকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ রেলের বেসরকারি করন,বিভিন্ন কোল ব্লককে প্রাইভেট মালিকদের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল করা হয় এবং নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করা হয় রূপনারায়ণ পুর মোড়ে।

আরও পড়ুন -  কানাডার হ্যালিফ্যাক্সে বিসিএফ এসের উদ্যোগে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা উদযাপন