MS Dhoni: BCCI ধোনিকে বিরাট দায়িত্ব দিতে চলেছে, ক্ষমতা হ্রাস রাহুল-রোহিতের

Published By: Khabar India Online | Published On:

রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা কার্যত ফ্লপ হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক কে এল রাহুল চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সমালোচিত হচ্ছে ভারতীয় দল।

ব্যাট হাতে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব ছাড়া বাকিরা ছিলো নিস্তব্ধ। ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে জর্জরিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে বিশাল পরিবর্তন প্রয়োজন। ফ্লপ ক্রিকেটারদের ছাঁটাই করে দলে তরুণ ক্রিকেটারদের জায়গা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন -  Jasprit Bumrah: বল করা শুরু করলেন জসপ্রিত বুমরাহ, ভারতীয় শিবিরে খুশির খবর

বিভিন্ন মহল থেকে ভারতীয় দলে পরিবর্তনের সুর বাঁজতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলকে নতুন রূপে সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শোনা গেছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড তরুণ ক্রিকেটার সম্মিলিত সেই দল সাজানোর দায়িত্ব তুলে দিতে চলেছে মহেন্দ্র সিং ধোনির হাতে। আগামীতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের বদলে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন -  Virat Kohli: ইতিহাস গড়বেন কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে, এই দুর্দান্ত রেকর্ড করবেন

ইতিপূর্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরতে হয়েছিল ভারতকে। আইসিসি কর্তৃক আয়োজিত প্রত্যেকটি টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির সেই ভাগ্যকে কাজে লাগাতে চলেছে বিসিসিআই। পরিকল্পিতভাবে দীর্ঘ দুই বছর মেয়াদী ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রশিক্ষণ দেবেন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন -  Narendra Modi: জাতীয় সংগীত গাইলেন নরেন্দ্র মোদি, কোহলি-রোহিতের পাশে দাঁড়িয়ে, ভাইরাল ভিডিও

টেস্ট এবং ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। মনে করা হচ্ছে, মহেন্দ্র সিং ধোনির সফলতা দেখে আসন্ন দিনে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে চলেছে বিসিসিআই। ফাইল ছবি।