Dance Video: দুর্দান্ত নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর প্রকৃতির কোলে, ‘পিন্দারে পলাশের বন’ গানে

Published By: Khabar India Online | Published On:

 সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে!

প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটজনতার।

আরও পড়ুন -  মঞ্চে শিল্পাকে জরিয়ে ধরে অচমকা চুম্বন, হলিউড অভিনেতার কাণ্ড

সম্প্রতি মৌমিতা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চার রয়েছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে শেয়ার করে নিয়েছিলেন। সম্প্রতি তার সেই নাচের ভিডিওটি পাঁচ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। জনপ্রিয় বাংলা ফোক গান ‘পিন্দারে পলাশের বন’ ‘পালাবো পালাবো মন’এর তালেই ভিডিওতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  Puja Banerjee: শাড়ি পরার ভিডিও ভাইরাল, অভিনেত্রী পূজার !

 প্রকৃতির সবুজের মাঝেই নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন মৌমিতা। ভিডিওটি বানানোর সময় মাথায় শুকনো খড়কুটো নিয়েই কালো ও সবুজের ঢাকাইতে দেখা দিয়েছিলেন তিনি। নাচের পাশাপাশি প্রতিবারের মতো তার সাজও নজর কেড়েছে এই ভিডিওতে। নিজের এই এক বছর আগেকার ভিডিওটির সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত মৌমিতা বিশ্বাস।

আরও পড়ুন -  জলশক্তি মন্ত্রক জল জীবন মিশনের আওতায় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অন্তর্বর্তীকালীন অগ্রগতির মূল্যায়ন করছে