Russia Cafe Fire: নিহত ১৩, ক্যাফেতে অগ্নিকাণ্ড রাশিয়ায়

Published By: Khabar India Online | Published On:

 শুক্রবার রাতে রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

জরুরি পরিষেবা সংস্থার কথা অনুযায়ী, আরআইএ নভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে, মস্কোর প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে শহর কোস্ট্রোমায় শুক্রবার রাতে ‘পলিগন’ ক্যাফেতে আগুন লাগে।

আরও পড়ুন -  Congo Floods: নিহত বেড়ে ১২০, কঙ্গোতে বন্যা ও ভূমিধস

ওই সময় গ্রাহকে ভরতি ছিল ক্যাফেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তারা।

স্থানীয় গভর্নর সের্গেই সিটনিকভ টেলিগ্রামে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে দগ্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  রাশিয়াকে, ইউক্রেনে সামরিক অভিযান থামাতে নির্দেশ, ICJ

সিটনিকভ বলেন, এই ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

 জরুরি পরিষেবাগুলি জানিয়েছে যে, তারা রাত ২টোর দিকে আগুনের খবর পেয়েছিলো।

আরও পড়ুন -  PM Election In Pakistan: প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট আজ, পাকিস্তানে

সূত্রঃ এএফপি।