G20: ইউক্রেন জি২০ থেকে, রাশিয়ার বহিষ্কার চায়

রাশিয়াকে ২০টি নেতৃস্থানীয় অর্থনীতি দেশের গ্রুপ-জি২০ থেকে বহিষ্কার করার দাবি জানিছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 আগামী মাসে বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো মঙ্গলবার এক টুইটারে পোস্টে বলেন, পুতিন প্রকাশ্যে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়ার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন -  Angelina Jolie: চলচ্চিত্র তারকা অ্যাঞ্জেলিনা জোলি, ইউক্রেন সফরে

নিকোলেঙ্কো বলেন, পুতিনের হাত রক্তে রঞ্জিত, তাকে বিশ্ব নেতাদের সাথে টেবিলে বসতে দেয়া উচিত নয়।  বালি শীর্ষ সম্মেলনে পুতিনের আমন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং রাশিয়াকে জি২০ থেকে বহিষ্কার করতে হবে।

আরও পড়ুন -  Missile Attacks: ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউক্রেনের ৪০ টিরও বেশি শহরকে লক্ষ্য করে

 ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ান হামলা ও কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি কর্মসূচিতে অংশগ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়া বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন -  Madonna: ইনস্টাগ্রাম ব্লক করলো, পপ তারকা ম্যাডোনাকে !

পুতিন সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনীয় ড্রোনগুলি একই সামুদ্রিক করিডোর ব্যবহার করেছিল যেগুলি জাতিসংঘের মধ্যস্ততায় চুক্তির অধীনে শস্যবাহী জাহাজগুলো পরিবহণ করেছিল।

কিয়েভ হামলার দায় স্বীকার করেনি, সামরিক উদ্দেশ্যে শস্য কর্মসূচির নিরাপত্তা করিডোর ব্যবহার করার কথা অস্বীকার করেছে।

সূত্রঃ রয়টার্স।

Leave a Comment