Apps: আয়ু কমায় যেসব অ্যাপ স্মার্টফোনের ব্যাটারির, রিমুভ করে ফেলুন

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিংয়ের কাজও ঘরে বসেই করে নেওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। কিন্তু হ্যাকাররা ভুয়ো অ্যাপের মাধ্যমে আপনার ফোনের দখল নিতে পারে। ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে দেয় অ্যাপের মাধ্যমে।

সম্প্রতি গুগল এমন বেশ কিছু অ্যাপ সরিয়ে নিয়েছে প্লে স্টোর থেকে। শুধু ম্যালওয়্যার ছড়ানোই নয়, ফোনের বেশি ডাটা খরচ করত। এসব অ্যাপ মোবাইলের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকারক। এই ধরনের অ্যাপ ব্যবহারের ফলে মোবাইলের ব্যাটারির ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন -  Pallavi Dey: কষ্ট পেয়েও হাসিমুখে অভিনয় করে গেছেন

কিছু অ্যাপের তালিকা জানিয়েছে গুগল। যেগুলো প্লে-স্টোর থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ২০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলো। আপনার ফোনে থাকলে এখনই রিমুভ করে ফেলুন। কিছু অ্যাপের নাম।

  • ফ্লাসলাইট (টর্চ)
    *  কিউআর রিডার্স
    *  ক্যামেরা
    *  ইউনিত কোনভার্টস
    *  টাস্ক ম্যানেজারস
আরও পড়ুন -  Madhubani Goswami: দাদা হতে চলেছে কেশব! বেবি বাম্পে নরম হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মধুবনী

 ১৬টি অ্যাপ শনাক্ত করেছে গুগল। যেগুলোতে ক্লিকার নামের নামের ম্যালওয়্যার দেখা গিয়েছে। এসব অ্যাপ খোলার পর সেগুলো ডাউনলোড হয় রিমোট কনফিগারেশনের মাধ্যমে। তারা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। সেই কনফিগারেশন ডাউনলোড করার পর, সেটি ফায়ারবেস ক্লাউড মেসেজিং সিস্টেমে রেজিস্টার হয়ে যায়।  সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা হয়।

আরও পড়ুন -  মধ্যপ্রদেশের জব্বলপুরে "নেতাজি সুভাষচন্দ্র বসু: রাষ্ট্রবাদ এবং যুব সারোকর" শীর্ষক সারাদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস। ছবিঃ সংগৃহীত।