কমবেশি গোটা রাজ্যে শীতের অনুভূতি মিলছে। সকালের দিকে হোক কি গভীর রাতের দিকে, হালকা ঠান্ডার আমেজ বিরাজমান গোটা বাংলাজুড়েই। বেলা বাড়লে মধ্যগগনে সূর্য আসলেই ঠান্ডার আমেজ গায়েব।
গোটা বঙ্গবাসীর একটাই প্রশ্ন, শীত কবে থাকতে পড়বে রাজ্যে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হওয়া প্রবেশ করছে এই রাজ্যে। একদম ভোরের দিকে বা রাতের দিকে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আগামী পাঁচদিন যেহেতু তাপমাত্রা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, শীতের আমেজ পাওয়া যাবে না।
জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় উত্তরে হাওয়া রাজ্যে ঢুকলে তাপমাত্রা নাববে এবং শীত অনুভূত হবে। বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। এও জানানো হয়েছে যে, আপাতত নতুন করে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পার্থক্য হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। প্রতীকী ছবি।