Viral Video: মহিলা IAS অফিসার, তুমুল নাচলেন হিন্দি গানে, ইন্টারনেটে প্রশংসার ঝড়

Published By: Khabar India Online | Published On:

 সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এখন ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: লাল সাদা শাড়িতে মোহময়ী হাসিতে পুরুষ হৃদয় গলিয়ে দিলেন শ্রাবন্তী

বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। সম্প্রতি এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলিউডের বিখ্যাত গানে নাচ করতে দেখা গিয়েছে এক আইএএস অফিসারকে। ছাত্রদের সাথে নাচতে দেখা গিয়েছে ওই মহিলা আইএএস অফিসারকে। তাঁর নাম দিব্যা। সে কেরালার পাঠানমথিট্টা জেলার ডিএম।

আরও পড়ুন -  মাঘী পূর্ণিমায় ফের ভক্ত সমাগম ভারত সেবাশ্রম সঙ্ঘে

ওই মহিলা ছাত্রদের সাথে আইএএস অফিসার রণবীর সিং দীপিকা পাড়ুকোন অভিনীত গোলিয়ন কি রাসলীলা রাম-লীলার ‘নাগাদা সাং ঢোল…’ গানে তুমুল নাচ করেছেন। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

আরও পড়ুন -  Ileana D’Cruz: ইলিয়ানা ডিক্রুজ ভাইরাল, বিকিনিতে ( Bikini )