Bhojpuri Video: তারকা জুটির এমন রোমান্স দেখে, ফ্যানেরা নিয়ন্ত্রণহীন, ভোজপুরি এই গানে

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরির জনপ্রিয় তারকা হলেন অরবিন্দ আকেলা কাল্লু। তিনি প্রচুর মিউজিক ভিডিও ও সিনেমাতে কাজ করেছেন।

ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক।  আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা অরবিন্দ আকেলা কাল্লু এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা।

আরও পড়ুন -  Bhojpuri Video: আম্রপালি দুবে স্বামী নিরাহুয়াকে সিডিউজ করে এই কাজটি করলেন, ফ্যানেরা দিশেহারা

ভাইরাল হওয়া ভিডিওতে অরবিন্দ আকেলা কাল্লুর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিনী সিং। ভিডিওতে তারকা জুটির রগরগে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। গানের মাঝে তাদের ইনটেন্স লিপকিস নিয়ন্ত্রণহীন করেছে নেটিজেনদের। এমন রসায়ন দেখে লজ্জায় পড়েছেন অনেকেই। ভাইরাল ভিডিওটির নাম ‘মোহে প্রীত রং মে রং দে’। ভিডিওতে ইয়ামিনী সিংয়ের অন্তরঙ্গ দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন -  কোভিড জরুরি অবস্থার অবসান, যুক্তরাষ্ট্রে

আপনাদের জানিয়ে রাখি এই ভাইরাল ভিডিওটি প্রয়াগরাজ ভোজপুরি সিনেমার। এই গানটি গেয়েছেন ওম ঝা এবং হানি বি। এই ভিডিও গানটি এখন পর্যন্ত হাজার হাজার লাইক পেয়েছে এবং গানটি প্রচুর ভিউ পেয়েছে।

আরও পড়ুন -  BHOJPURI: অক্ষরা সিং-এর বোল্ড কায়দায় নাচ মিনি স্কার্ট পরে, এই ভিডিও ভাইরাল ইন্টারনেট জগতে