T20 World Cup: পয়েন্ট ভাগাভাগি বৃষ্টির কারণে, আয়ারল্যান্ড-আফগানিস্তানের

Published By: Khabar India Online | Published On:

 আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটি বৃষ্টির কারণে খেলা হলো না।

মেলবোর্নের বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হলো।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল।  গ্রুপ-১ এর এই ম্যাচটি অবিরাম বৃষ্টিতে ভেসে যায়। দুই ঘণ্টা ধরে মাঠ কভারে ঢাকা থাকার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন -  সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত, আফগানিস্তানের

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচে বৃষ্টির কবলে পড়ল আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল তারা, এবার আইরিশদের সঙ্গে না খেলেই পেল আরেকটি পয়েন্ট। শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করা আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়।

আরও পড়ুন -  T20 World Cup: একাধিক বড় নাম বাদ পড়তে পারে বিশ্বকাপে

আজকের ম্যাচেও ফেভারিট ছিল আইরিশরা। জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো বৃষ্টির কারণে। নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল আইরিশরা। তিন ম্যাচে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Short Film: স্বামীর ভালোবাসা না পেয়ে প্রতিবেশী যুবকের সাথে ঘনিষ্ঠ হলেন গৃহবধূ, দরজা আগে বন্ধ করুন তারপর দেখবেন