Russia: আবাসিক ভবনে রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত হয়েছেন

Published By: Khabar India Online | Published On:

 আবাসিক ভবনে রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরে এই ঘটনা ঘটে।

ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ জানান, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়িতে বিধ্বস্ত হয়েছে। তবে ভবনের কোনো বাসিন্দা আহত হয়নি।

আরও পড়ুন -  Missile Attacks: ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউক্রেনের ৪০ টিরও বেশি শহরকে লক্ষ্য করে

রবিবার (২৩ অক্টোবর) যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে গেছে। পরে আগুনের কুণ্ডলীর আকারে মাটিতে খাড়াভাবে আছড়ে পড়ে। এই সময় বিমান বিধ্বস্তের স্থান থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

আরও পড়ুন -  United States: রাসায়নিক বা জৈব অস্ত্রের হামলা হলে, যুক্তরাষ্ট্র এর জবাব দেবে, ইউক্রেন

 কর্মকর্তাদের কথা অনুযায়ী, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

আরও পড়ুন -  Kedarnath: পাইলটসহ নিহত ৬, কেদারনাথে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

সূত্রঃ আল জাজিরা। ছবিঃ সংগৃহীত।