পাকিস্তানের সাংবাদিক আরশাদ শরিফ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কেনিয়াতে। প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে নাইরোবি-মাগাদি মহাসড়কে এই ঘটনা ঘটে। গণমাধ্যম স্থানীয় পুলিশের কথা অনুযায়ী জানিয়েছিল, ভুলবশত তাকে অন্য আরেকজন মনে করে পুলিশ গুলি করেছে।
কেনিয়ার গণমাধ্যমের খবরে পাকিস্তানের সন্দেহ তৈরি হয়েছে। সাংবাদিক মহল ও মানবাধিকার সংস্থা সরকারের কাছে এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করে তা প্রকাশ করার দাবি জানিয়েছে।
আরশাদ শরিফ পাকিস্তানের সেনাবাহিনীর কড়া সমালোচক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বড় সমর্থক ছিলেন।
ইরমান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে (শরিফ) হয়রানি করে আসছিল বলে তিনি অভিযোগ করেন। গত মে মাসে ৪৯ বছর বয়সী এই সাংবাদিক দেশ ছাড়েন। কেনিয়া আসার আগে তিনি যুক্তরাজ্য ও দুবাইয়ে ছিলেন। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় তিনি কী করতেন, তা স্পষ্ট নয়। ছবিঃ সংগৃহীত।