Rocket Launch: রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত, ৩৬ স্যাটেলাইট নিয়ে

Published By: Khabar India Online | Published On:

ব্রিটেনের ৩৬টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি জমাল মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (আইএসআরও) সবচেয়ে ভারী রকেট।

প্রথম বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করলো ভারত। নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন। স্যাটেলাইটগুলির মোট ওজন ছিল প্রায় ৬ টন।

আরও পড়ুন -  ‘বদলা এখনও বাকি’, নিউজিল্যান্ডকে হারিয়ে ধোনির স্মরণে উদযাপন করছেন ভক্তরা

শনিবার রাত ১২টা ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় ইসরোর রকেট LVM3-M2/OneWeb India-1। যার পেলোড ছিল ৫ হাজার ৭৯৬ গ্রাম। যদিও থার্ড জেনরেশনের এই রকেট এর পেলোড ক্ষমতা ছিল ১০ টন।

 ইতিহাস গড়ে সফল উৎক্ষেপণই নয়, লন্ডন ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তিতে এটিই প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ ভারতের।

আরও পড়ুন -  First Voter: ভারতের ‘প্রথম ভোটার’ নেগি, চলে গেলেন

 ওয়ান ওয়েবের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানান, ওয়ানওয়েব ৬টি রকেট উৎক্ষেপণ করতে চায়।  রাশিয়া-ইউক্রেনের সমস্যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল এই মিশন। সেই সময় ভারত এগিয়ে আসে। ভারত সদার্থক ভূমিকা পালন করে। তারই ফলস্বরূপ ইতিহাস গড়ে লো অরবিটে ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল ইসরোর রকেট।

আরও পড়ুন -  Rocket Launch: সফল উৎক্ষেপণ ‘আর্টেমিস ১’ রকেট, চাঁদের উদ্দেশ্যে

আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড করেছিলো ভারত।

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।