আমি চেঁচাব না অসভ্যতা না করলেঃ তাপসী পান্নু

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণ ভারতে ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি আয়ুষ্মান খুরানার বাড়ির দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন। এই সময় তার পরনে ছিল লাল শাড়ি ও সোনালি স্লিভলেস ব্লাউজ। হাতে ছিল উপহার। ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ একজন বলে উঠলেন, “আজ রেগে যাবেন না প্লিজ।”

আরও পড়ুন -  Shyam Thapa: শ্যাম থাপা নতুন সভাপতি

একগাল হেসে পাল্টা জবাব দিলেন তাপসী। পাপারাৎজিকে বললেন, “অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।” তার এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

তাপসীর রাগ সম্পর্কে সকলেই জানেন। তার সামনে ‘ভাল’ হয়ে থাকলে তিনিও ‘ভাল’। বেশি বিরক্ত করলে ক্ষেপে যান তাপসী। দু’চার কথা শুনিয়ে দেন সবার সামনে। বহুবার তার সেই রূপ দেখেছেন ভক্তরা। পাপারাৎজিদের উপর প্রায়ই চটে যান।

আরও পড়ুন -  Srijit Mukherji: জমিয়ে ক্রিকেট ম্যাচ দেখলেন সৃজিত, সেই ছবি দেখুন

জানান, চিৎকার করে অপ্রিয় প্রশ্ন করা পছন্দ করেন না তিনি। ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করা তো একেবারেই না। অভিনেত্রীকে সামনে দেখলে অনেক সময় খেয়াল থাকে না সাধারণের। আর বলিউডে পাপারাৎজির ‘উৎপাত’ তো সর্বজনবিদিত। তবে সতীর্থ আয়ুষ্মান খুরানার বাড়িতে পা রেখেছিলে।

আরও পড়ুন -  Women's Asia Cup: রুদ্ধশ্বাস সেমিফাইনালে, শ্রীলংকা ১ রানে হারালো পাকিস্তানকে