Myanmar: নিহত ৮, প্রধান কারাগারে বিস্ফোরণ, মিয়ানমারে

Published By: Khabar India Online | Published On:

 বৃহত্তম ইনসেইন মিয়ানমারের কারাগারে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছে, বুধবার গণমাধ্যম জানিয়েছে।

স্বাধীন নিউজ পোর্টাল মিয়ানমার নাও জানায়, স্থানীয় সময় সকাল ৯.৪০ মিনিটে ইয়াঙ্গুনের ঔপনিবেশিক আমলের ইনসেইন কারাগারে তিন কর্মকর্তা ও পাঁচজন দর্শনার্থীর মৃত্যু হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন -  Mali Bus Blast: নিহত ১১, মালিতে বাস বিস্ফোরণে

বিবিসি বার্মিজ জানিয়েছে, গুরুতর আহত কারাগারের কর্মীদের এবং কয়েদিকে কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং সামান্য আহতদের কাছাকাছি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করা হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পর কারাগার সংলগ্ন আদালতে শুনানির জন্য নির্ধারিত কয়েকটি মামলা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন -  Case: টুইটার মামলা করল ইলন মাস্কের বিরুদ্ধে

উল্লেখ্য, ইনসেইন মিয়ানমারের সবচেয়ে কুখ্যাত কারাগার এবং গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে এখানে পাঠানো হয়েছে।

সূত্রঃ রয়টার্স। ফাইল ছবি।