Vaishali Thakkar: নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, হিন্দি সিরিয়ালের

Published By: Khabar India Online | Published On:

 হিন্দি সিরিয়ালের অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকালে মধ্যপ্রদেশে নিজের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। সুইসাইড নোটে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে।

আরও পড়ুন -  Mithun Chakraborty: সিরিয়ালের জগতে প্রবেশ করলেন মিঠুন চক্রবর্তী

‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান বৈশালী। একাধিক ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। তার চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। তারপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন -  মালদার হরিশ্চন্দ্রপুরে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

গত বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান বৈশালী। অভিনন্দন সিংহের সঙ্গে বাগদানের ছবিও প্রকাশ করেন। এক মাসের মধ্যেই বৈশালী জানান তাদের বিয়ে হচ্ছে না।