Real Madrid: শীর্ষে রিয়াল, বার্সাকে হারিয়ে

Published By: Khabar India Online | Published On:

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানে ওঠার মিশনে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নেমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১-৩ গোলে হারিয়ে জয় পেল রিয়াল মাদ্রিদ।

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন -  ভাদ্র মাসে বাড়ির মেয়ের হাতে দিন সামান্য ৪টি জিনিস, বদলে যাবে জীবন

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ১২তম মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা ও ৩৫তম মিনিটে ফেদ্রিকো ভালভার্দে লস ব্লাঙ্কসদের বিপক্ষে গোল করেন।

আরও পড়ুন -  Metro: আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে মেট্রোতে পুনরায় টোকেন টিকিটের ব্যবস্থা চালু করা হচ্ছে

 ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় কাতালান ক্লাবটি। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন রদ্রিগো পেনাল্টি থেকে বার্সার জালে শেষ পেরেক ঠুকে দিলে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় কাতালান ক্লাবটি।

আরও পড়ুন -  Children's Day: শিশু দিবসের সন্ধ্যায়, মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান, নেহেরু চিলডেন্স মিউজিয়ামের প্রেক্ষাগৃহে

বার্সাকে হারিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ছবিঃ সংগৃহীত।