IND vs PAK: সেরা একাদশ জানিয়ে দিলেন রোহিত শর্মা, পাকিস্তান বধের

Published By: Khabar India Online | Published On:

 ১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা-লড়াই। ১৬ দলের অধিনায়কগণ ইতিমধ্যে সেরে ফেলেছেন ফটোসেশন। যেখানে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চলতি মাসের ৬ তারিখে অস্ট্রেলিয়া পৌঁছেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচ খেলার পূর্বে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে রোহিত শর্মারা। সেখানেই চূড়ান্ত একাদশ বেছে নেবেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন -  New Music Video: নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন প্রমা

গত বারের ন্যায় চলতি বিশ্বকাপেও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। ২০২১ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর নিঃসন্দেহে এই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চাপে থাকবে ভারতীয় দল। সেই কারণে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহকে হারিয়ে যদিও টিম ইন্ডিয়া ব্যাক ফুটে রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সমস্ত পরিকল্পনা শেয়ার করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন -  Indian Cricketer: পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে, বন্ধুর স্ত্রীকে

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রার সমস্ত পরিকল্পনা প্রস্তুত। সেরা একাদশ ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে। তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স করার জন্য। শুধু অপেক্ষা বিশ্বকাপের পূর্বে প্রস্তুতিমূলক ম্যাচের। সেখানেই আমাদের সেরা একাদশ বেছে নেওয়া হবে। দলের সবাইকে হাত খুলে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। যেটি আমাদের জন্য ম্যাচে জয়-পরাজয় নিশ্চিত করবে বলে মনে করি। উল্লেখ্য, আগামী ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হতে চলেছে টিম ইন্ডিয়া’র। ফাইল ছবি।

আরও পড়ুন -  IND vs PAK: ভারত ও পাকিস্তান ভক্তদের বড় খবর, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে