Urfi Javed: উরফি হঠাৎ শরীর ঢেকে ফেললেন, খোলামেলা নয় আজকে, কেন?

Published By: Khabar India Online | Published On:

গা ঢাকা পোশাক পরে এয়ারপোর্টে উরফি! শুধরে গেলেন? প্রশ্ন নেট মহলে। উরফি জাভেদ (Uorfi Javed / Urfi Javed) মানেই সস্তার নগ্ন মডেল, এটাই ভাবেন আপামর নেট জনতা। বিগ বস ওটিটি (Bigg Boss OTT) থেকে ছিটকে আসার পর তার রাস্তা পরিবর্তন করেন। নিজেকে একেবারে অন্যভাবে মেলে ধরেন।  স্টাইল ও ফ্যাশনের অন্যতম ইউএসপি (USP) হয়ে দাঁড়ায় নগ্নতা।

আরও পড়ুন -  Urfi Javed: শরীর ঢাকা হিরে দিয়ে, উরফি'র পোশাক কেমন, একাংশের মাথায় হাত

গুগল বলছে উরফি জাভেদের জন্মদিন ১৫ ই অক্টোবর। সেই সূত্র ধরে এগোলে এটা উরফির জন্মদিনের আগের দিন। তিনি মুম্বাইয়ের পাপরাজ্জিদের সঙ্গে দাড়িয়ে প্রি বার্থডে সেলিব্রেশন করেছেন, কেক কেটেছেন, খেয়েছেন। এবার পালা জন্মদিন। জন্মদিনের আগের দিন উরফি জাভেদকে পাওয়া গেল অদ্ভুত পোশাকে।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

 উরফি জাভেদকে দেখা যায় এয়ারপোর্টের বাইরে। পরনে টি শার্ট, ব্লেজার এবং প্যান্ট, মুখে মাস্ক, চোখে কালো বড় সানগ্লাস। কোনো ছেঁড়া–ফাটা নেই পোশাকে। সম্পূর্ন শরীর কাপড়ে কাপড়ে ঢাকা।

আরও পড়ুন -  মুখতার আব্বাস নাকভি : মহামারীর বিপদ ভারতীয়দের কাছে যত্ন, প্রতিশ্রুতি ও আত্মবিশ্বাসের ইতিবাচক সময় হিসাবে প্রমাণিত হয়েছে

অবশ্য, খোলামেলা পোশাকে উরফি যেমন সমালোচিত, তেমন সম্পূর্ন শরীর ঢাকা পোশাকেও তিনি সমালোচিত। ভাইরাল হওয়া ছোট্ট ভিডিও ঘিরে কেউ কেউ মন্তব্য করেছেন, মিরাকেল। কেউ বলেছেন, এ মনে হয় নেশা করেছে তাই কথা বলতেই পারছে না। কেউ বলেছেন, শুধরে গেছে। কেউ লিখেছেন , টিশার্টের মধ্যে লেখা স্লাট (Slut)। আরও অনেক কিছু।

আরও পড়ুন -  Koushani Mukherjee: আঁচল সরতেই দৃশ্যমান ক্লিভেজ, পোশাক পরিবর্তন করলেন ক্যামেরার সামনেই, কৌশানী