Bhojpuri Song: কেশরী লাল যাদবের তুমুল নাচ জনসমাগমে নায়িকাকে নিয়ে, ভক্তদের মন জয় করলেন

Published By: Khabar India Online | Published On:

 বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি তারকারা অপরিচিত নয়। প্রথম সারির ভোজপুরি তারকাদের মধ্যে অন্যতম হলেন কেশরী লাল যাদব। তিনি একজন ভালো গায়ক হওয়ার পাশাপাশি নায়কও বটে। নাচেও তার জুড়ি মেলা ভার। ভোজপুরি দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সম্প্রতি তারই একটি গানের মিউজিক ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

সাম্প্রতিক যে মিউজিক ভিডিওর সূত্র ধরে নেটমহলে নেটনাগরিকদের মাঝে চর্চায় কেশরী লাল যাদব, সেটি ‘পিআরএ ফিল্মস্’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ৪ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেশরী লাল যাদবের এই গানের ভিডিওটি পৌঁছে গিয়েছে ৪০ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভাইরাল হওয়া ভিডিওতে ‘বালাম কে বুদ্ধি’ গানটি গাইতে শোনা গিয়েছে কেশরী লাল যাদবকে, যা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে ভোজপুরি দর্শকদের মাঝেও।

আরও পড়ুন -  Six Journalists Arrested: হংকংয়ে ছয় সাংবাদিক গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে কেশরী লাল যাদবকে ভোজপুরি ইন্ডাস্ট্রির এক নতুন মুখের সাথে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে একেবারে বানানো একটি সেটের মাঝেই এই মিউজিক ভিডিওটা বানিয়েছেন তারা। উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন প্রয়াত শ্রী শ্যাম দেহাতি। সুর দিয়েছেন আর্য শর্মা। গোটা মিউজিক ভিডিওটি প্রডিউস করেছেন রাজীব রঞ্জন সিং। আপাতত কেশরী লাল যাদব নিজের এই গানের ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন।

আরও পড়ুন -  Bhojpuri Video Song: ভোজপুরি গানে রোমান্সের ঝড়, নীরাহুয়া ও আম্রপালির ‘জওয়ানি ভইল আগ’ ভাইরাল