Hurricane Fiona: ডোমিনিকান রিপাবলিক হারিকেন ফিওনার তাণ্ডবে বিপর্যস্ত, নিহত ৩

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের পুয়ের্টো রিকোতে তাণ্ডব চালানোর পর ডোমিনিকান রিপাবলিকে আঘাত হেনেছে হারিকেন ফিওনা।

ফিওনার প্রভাবে প্রচণ্ড বেগে ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ডোমিনিকান রিপাবলিকে। তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডোমিনিকান রিপাবলিকের বহু এলাকায়ে ইতোমধ্যেই বন্যা দেখা দিয়েছে। সংযোগহীন হয়ে পড়েছে অনেক গ্রাম। প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।

আরও পড়ুন -  United States: রাশিয়া ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের, মার্কিন নাগরিকদের

 পূর্বাঞ্চলের অবস্থা বেশি খারাপ। পূর্বদিকে ইয়ুমা নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

দেশের ৩২টি দ্বীপের মধ্যে ১৬টিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি প্রদেশকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করেছেন।

আরও পড়ুন -  United States: চীনকে নাক না গলানোর হুশিয়ারি যুক্তরাষ্ট্রের, ভারতের সঙ্গে সামরিক মহড়া নিয়ে

জরুরী অপারেশন কর্মকর্তা হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানী সান্তো ডোমিঙ্গোর উত্তরে উপকূলীয় শহর মাতানসিটাসে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে।

 পুয়ের্টো রিকোতে ফিওনার তাণ্ডবে বহু এলাকা প্লাবিত হয়েছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। পুয়ের্টো রিকোতে প্রচুর গাছ উপড়ে ফেলে দিয়েছে ফিওনা। পড়েছে বিদ্যুতের খুঁটি। অধিকাংশ রাস্তা জলের নিচে। পুয়ের্তো রিকোতে প্রবল বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন -  নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ফিওনা ক্রমশ ক্য়ারিবিয়ান জলসীমায় প্রবেশ করবে বর্তমানে ফিওনার জন্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ঝড় বইছে। ছবিঃ  রয়টার্স।