PSG: পিএসজির জয় মেসির ঝলকে

Published By: Khabar India Online | Published On:

নেইমার জুনিয়রের অ্যাসিস্টে লিওনেল মেসির করা একমাত্র গোলে জয় হল পিএসজি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সোমবার লিঁওর ঘরের মাঠে ১-০ গোলে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট।

আরও পড়ুন -  রক্ত সংকট দেখা দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে

 পঞ্চম মিনিটেই নেইমারের পাসে প্রতিপক্ষের জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস বল ঠেকাতে ব্যর্থ হন। এগিয়ে যাওয়ার পর লিঁওর রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শানায় পিএসজি।

মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর দারুণ কিছু প্রচেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। কিছু আক্রমণ প্রতিহত হয় রক্ষণের দেয়ালে। কয়েকবার সুযোগ বুঝে আক্রমণ করেছিল। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা যেন দুর্গ হয়ে দাঁড়ান প্রতিপক্ষের সামনে।

আরও পড়ুন -  Argentina-France Final: তিন ছকে প্র্যাকটিস আর্জেন্টিনার, ফ্রান্সকে ধোকা

৭০তম মিনিটে নুনো মেন্দেসের ক্রসে বল পেয়ে শট নেন এমবাপ্পে। লোপেস ঠেকিয়ে দেন। ৭২তম মিনিটে নেইমারের নিচু শট জালের খোঁজ পায়নি লোপেস ও তাগলিয়াফিকোর নৈপুণ্যে। ৭৭তম মিনিটে ফের একবার পিএসজির ত্রাতা দুন্নারুম্মা। দেম্বেলের প্রচেষ্টা রুখে দেন ইতালিয়ান গোলরক্ষক।

আরও পড়ুন -  Didier Ole-Nicole: কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ছুটিতে পিএসজি কোচ

প্রথম মিনিটে পিএসজির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।