উৎসবের আমেজে হুট করে উড়ে এসে বসে পিম্পল। উৎসবের আমেজ যেন মাটি হয়ে যায়। সামনে পূজো, তাই যাদের ত্বকে রয়েছে ব্রনের সমস্যা, শুরু করুন ত্বকের যত্ন।
ব্রনের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত মুখ পরিষ্কার রাখুন। বাহিরে থেকে এসে ভালো মানের একটি ফেস ওইয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। নিম জাতীয় ফেস ওইয়াশ ব্যবহার করলে ভালো হয়।
যদি ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং ব্রনের সমস্যা রয়েছে তারা নিয়মিত ত্বকে ব্যবহার করতে পারেন নিমের ফেস প্যাক। নিম পাতা বেটে অথবা ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নিন। ত্বককে ব্রনের সমস্যার হাত থেকে রক্ষা করতে খুব ভালো করে।
প্রতিদিন নিয়মিত ৩-৪ লিটার জল পান করুন। তাতে ত্বক ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্ত পাবেন, ত্বক থাকবে ব্রন মুক্ত।
ব্রন নিয়ন্ত্রণ করার ভালো উপায় বরফ। পুজোর আগে প্রতিদিন মুখে এক টুকরো বরফ ঘষুন। তাতে ব্রনের সমস্যা অনেক দূর হবে এবং ত্বক হয়ে ওঠবে সুন্দর সতেজ।
রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ব্রনের উপরে দিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি ব্রন সেরে যাবে। ব্রনের দাগ দূর করতে সহায়ক অ্যালোভেরা জেল।
খাবার এর দিকে যথেষ্ট খেয়াল রাখুন। স্বাস্থ্যসম্মত খাবার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করুন। বেশি তেল যুক্ত খাবার এবং চিনি খাওয়া বন্ধ করতে হবে।