বিশ্বকর্মা পুজোর দিনেই বৃষ্টিতে ভিজল রাজ্যের একাধিক জেলা

Published By: Khabar India Online | Published On:

পুজোর দিনের সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অংশে আকাশের মুখ ভার। আজ শনিবার বিশ্বকর্মা পুজো। বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজো শুরু।

 সকাল থেকেই মেঘলা আকাশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে হালকা থেকে মাজারে বৃষ্টিপাত। প্রায় রোজের মতোই আকাশ ঢেকেছে কালো মেঘে এবং নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। ঘুড়ি ওড়ানো তো দূরে থাক পুজোর জন্য ঠিকমতো প্রস্তুতিও নিতে পারছে না সাধারণ মানুষ।

আরও পড়ুন -  বাংলার আবহাওয়ায় রদবদল, আজও সর্তকতা জানিয়েছে হাওয়া অফিস

বিশ্বকর্মা পুজোর দিনটার জন্য প্রায় গোটা বছর অপেক্ষা করেন সাধারণ মানুষ। ছুটির দিনে পরিবারের সদস্যদের সাথে বা বন্ধু-বান্ধবদের সাথে ছাদে উঠে ঘুড়ি ওড়ানো প্রত্যেকের কাছে ইমোশন।

আরও পড়ুন -  কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে ষষ্ঠ আয়ুর্বেদ দিবস সমাপন

 সবকিছুর জন্য দায়ী নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকের পর দুর্গাপূজার সময়েও বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শনি ও আগামীকাল রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলা। আগামী সপ্তাহে নিম্নচাপ সৃষ্টি হবে বঙ্গোপসাগরে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী রবিবার। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণবাত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Video: উন্মুক্ত দেহ সাদা শাড়িতে, ভারতীয় এই যুবতীর সাহসী ডান্সে পাগল