Prime Minister Narendra Modi Birthday: মমতা-রাহুলের শুভেচ্ছা মোদির জন্মদিনে

Published By: Khabar India Online | Published On:

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদল নেতারা। মোদির ৭২তম জন্মদিন।

 অসংখ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাহুল গান্ধী টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। শনিবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আরেক কংগ্রেস নেতা শশী থারুর প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তার দীর্ঘজীবন কামনা করেছেন।

আরও পড়ুন -  "টিউটোপিয়া লার্নিং অ্যাপ"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে মোদির দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

 জন্মদিন উপলক্ষে বিজেপি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিরও আয়োজন করেছে। সভাপতি জেপি নড্ডা রাজধানী নয়া দিল্লিতে পার্টির সদরদপ্তরে প্রধানমন্ত্রীর জীবন ও নেতৃত্ব নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন।

শুধু দেশের ভেতরেই নয়, বাইরে থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন মোদি। জন্মদিনের আগের দিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের সাইড লাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মদিন উপলক্ষ্যে মোদির মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন -  মোদি সরকার অনাস্থা ভোটের মুখে

পুতিন বলেন, রাশিয়ার রীতি অনুযায়ী, আমরা কখনোই আগাম শুভেচ্ছা জানাই না। যে কারণে আমি এখন এটা পারছি না। আপনাকে জানাতে চাই, আমরা বিষয়টি জানি এবং আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

আরও পড়ুন -  Aadhaar Card Update: অনলাইনে ঠিকানা কতবার পরিবর্তন করা যাবে? জেনে নিন UIDAI-এর নিয়মাবলি

মোদীর জন্মদিনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, নামিবিয়া থেকে আটটি চিতা ভারতের মাটিতে উড়িয়ে এনেছে বিমান। গ্বালিয়ার থেকে বায়ুসেনার কপ্টারে সেই চিতা পৌঁছেছে মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। ওই চিতাগুলিকে প্রধানমন্ত্রী খাঁচামুক্ত করেন।

 মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ১৬ দিনের একটি ই-নিলামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার নিলাম হবে। ফাইল ছবি।