Sohini Sarkar: ব্লাউজ পরনে নেই, খোলা পিঠে পুজোর ফ্যাশন, অভিনেত্রী সোহিনী সরকার

Published By: Khabar India Online | Published On:

বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা সব জায়গাতেই তার অবাধ বিচরণ সোহিনী সরকার। ইদানিং ওয়েব প্ল্যাটফর্মেও তার আনাগোনা বাড়ছে। থিয়েটারের মঞ্চেও কম দক্ষতা অর্জন করেননি। ছক ভাঙা কাজের জন্য বর্তমান প্রজন্মের কাছে সর্বদাই চর্চায় থাকেন।

দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরীও বটে। সম্প্রতি নিজের সৌন্দর্যের সূত্র ধরেই পুজোর আগে চর্চার আলোয় উঠে এসেছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  পুজোর আগেই ফিরতে পারেন তৃণমূলে, জায়গা শক্ত করতেই কি ত্রিপুরায় রাজিব ?

চারিদিকে উৎসবের আমেজ। পুজো আসছে। একেবারে সাবেকি সাজে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ালেন সোহিনী। কালো ঢাকাই জামদানিতে খোলা পিঠেই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। খোলা চুলে, কাজল কালো চোখের চাহনি দিয়েই ভক্তদের মনের অন্দরে ঢুকে পড়েছেন তিনি। তার সিঁথি ভর্তি সিঁদুর, কপালের লাল টিপ যেন আগেকার জমিদার গিন্নিদের কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। কালো রঙে যেন শরতের আকাশে মেঘ ছড়িয়েছেন সোহিনী।

আরও পড়ুন -  Iman Chakraborty : কার রিপ্লাই পেয়ে আনন্দে পাগল গায়িকা ইমন চক্রবর্তী !

 সাজের সাথে বিশেষ গয়না পড়তে দেখা যায়নি তাকে। কানে বড় রূপোলী দুল ছাড়া আর কোন অলংকারের দেখা মেলেনি তার অঙ্গে। এই সাজে নিজের একাধিক ঝলক অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত যা ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে তার ভক্তদের মাঝে। অভিনেত্রীর এই লুক রীতিমতো পাগল করে দিয়েছে নেটজনতার একাংশকে।

আরও পড়ুন -  Rukmini Maitra: রুক্মিণী বলিউডের পথে

অভিনেত্রীর এই জমিদারি সাজে লাস্যময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে ‘ইন্দু বাই জয়ীতা’র সংগ্রহের ঢাকাই জামদানি। অভিনেত্রীর পরনের এই শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। পুজোর আগেই এমন শাড়ি পেতে চান তাহলে পকেট থেকে খসাতে হবে মোটা অঙ্কের টাকাও। ২২ হাজার টাকা খরচ করলেই আপনার ব্যক্তিগত সংগ্রহে চলে আসতে পারে ‘ইন্দু বাই জয়ীতা’র এই ঢাকাই জামদানি।