Wall Collapses: দেয়ালধসে নিহত ৯ ভারি বৃষ্টিতে, উত্তরপ্রদেশে

Published By: Khabar India Online | Published On:

 উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাতে দেয়ালধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এই  ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের কারণে এই ঘটনা হয়েছে।

আরও পড়ুন -  Somalia: হোটেলে আল শাবাবের হামলা, নিহত ১০ সোমালিয়ায়

প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়ালধসের পর উদ্ধারকারি দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কিনা দেখা হচ্ছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য চার লাখ এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

আরও পড়ুন -  Cyclone Moka: নিহত ৩, মিয়ানমারে লণ্ডভণ্ড মোকার তাণ্ডবে

উত্তরপ্রদেশের যুগ্ম পুলিশ কমিশনার পীযূষ মোর্দিয়ার কথায় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘর তৈরি করে বাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানাপ্রাচীর ধসে পড়ে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -  Queen Elizabeth II: অন্ত্যেষ্টিক্রিয়া আজ রানির, বিশ্বনেতাদের আগমন

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার রাত ৩টের  দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপ থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে ও একজনকে জীবিত উদ্ধার হয়। ছবিঃ  সংগৃহীত।