শাকিবের শুভকামনা ‘বীরত্ব’ সিনেমার জন্য

Published By: Khabar India Online | Published On:

 ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বীরত্ব’ সিনেমা। সাইদুল আলম রানা পরিচালিত এই  ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নবাগতা নিশাত সালওয়া।
প্রথম সিনেমার জন্য অন্তর্জালে শুভকামনা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

আরও পড়ুন -  IPL: ফিরছেন সাকিব, আইপিএলে

তিনি লিখেন, দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।

আরও পড়ুন -  Super -12: সুপার-১২ তে যেতে চায় পাপুয়া নিউগিনি, প্রতিপক্ষ বাংলাদেশ

শাকিব খানের এই পোস্টটি শেয়ার করে ইমন লিখেন, আমাদের সুপারস্টার শাকিব ভাই।

 এই ছবি দিয়ে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নিশাত সালওয়ার। তিনিও শাকিবের পোস্টটি শেয়ার করে লিখেন, অসংখ্য ধন্যবাদ সুপারস্টার শাকিব খান ভাই।

আরও পড়ুন -  Drinking Water: পঞ্চায়েতের জলাধার এখন খামারবাড়ী! জলকষ্টে ভুগছে এলাকাবাসী