Buckingham Palace: রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন, বাকিংহাম প্রাসাদে

Published By: Khabar India Online | Published On:

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন লন্ডনে নিয়ে আসার পর বাকিংহাম প্রসাদে পৌঁছেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজা চার্লস ও ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা বাকিংহাম প্রাসাদে কফিনটি গ্রহণ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার রানির কফিন লন্ডনের রাজকীয় বিমান ঘাঁটিতে পৌঁছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস কফিনটি গ্রহণ করেন।

আরও পড়ুন -  Bhojpuri Video: গভীর রাতে আম্রপালিকে জড়িয়ে ধরে নাচ করলেন নিরাহুয়া, এই নাচ সবার সাথে দেখা যাবে না

 রাতের অন্ধকারে আলোকজ্জ্বল শববহরটি নিকটবর্তী বিমানবন্দর থেকে ধীরে ধীরে লন্ডনের ভেতর দিয়ে বাকিংহাম প্রসাদের দিকে এগোতে শুরু করে। পুরো পথজুড়ে জনতা দাঁড়িয়ে ছিল, অনেকে রাস্তায় নেমে কফিনবাহী গাড়ির দিকে ফুল ছুড়ছিল আবার কেউ কেউ নিজেদের গাড়ি কোথাও রেখে অথবা নিকটবর্তী গলিগুলো থেকে দৌঁড়ে এসে রানির শবযাত্রা দেখায় যোগ দেয়।

আরও পড়ুন -  মোদী সরকার দেবে ১৫,০০০ টাকা, PM Vishwakarma Yojona তে, অনলাইনে আবেদন করুন

শববাহী বহরটি লন্ডনের প্রাসাদটিতে প্রবেশ করার পরপরই পুরো পথজুড়ে সঙ্গে আসা পুলিশের অশ্বারোহী দল থেমে তাদের মাথা নথ করে প্রয়াত রানিকে শ্রদ্ধা জানায়।

রাজা চার্লস তার তিন ভাইবোন, দুই পুত্র উইলিয়াম ও হ্যারি এবং রাজপরিবারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে কফিন গ্রহণ করার জন্য এগিয়ে আসেন বলে রাজপরিবারের একজন মুখপাত্র।

আরও পড়ুন -  জন্মদিনে কফিনবন্দি হয়ে দেবকুমার বাড়ি ফিরলেন !

এলিজাবেথ বৃহস্পতিবার তার অবকাশকালীন বাড়ি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।

বুধবার রানির কফিন বাকিংহাম প্রাসাদ থেকে নিয়ে যাওয়া হবে পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে চারদিন রাখা হবে। মানুষ এই সময় রানিকে শেষ শ্রদ্ধা জানাবে। শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ওপরও কড়া বিধিনিষেধ জারি থাকবে। ছবিঃ  বিবিসি।