Web Series: সাহসী দৃশ্য সঙ্গে কমেডি, এই ওয়েব সিরিজ ঝড় তুললো নেটদুনিয়ায়

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজ জনপ্রিয় করার প্রধান হল বোল্ড দৃশ্য, বোল্ড ডায়লগ, সুড়সুড়ি দেওয়া মিউজিক ভিডিও, আর সাসপেন্স রেখে গল্প, সিরিজ হিট। সম্প্রতি, নেট দুনিয়ায় জড় তুললো নতুন ওয়েব সিরিজ ভার্জিন ভাস্কর।

 একটি ভারতীয় কৌতুক ওয়েব সিরিজ যা মুক্তি পায় ২০১৯ এ।

Balaji Telefilms এর ব্যানারে মুক্তি পায়। একতা কাপুর এবং শোভা কাপুরের প্রযোজনায় তৈরি সিরিজ।

আরও পড়ুন -  Rahul Gandhi: আমার নাম 'সাভারকার' নয়, আমি একজন গান্ধী, রাহুল গান্ধী বলেছেন

Zee5 এবং Alt Balaji প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই সিরিজটি। এটির তিনটি সিজন রয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন অনন্ত যোশি, রুতপান্না ঐশ্বরিয়া এবং ধীরেন্দ্র কুমার তিওয়ারি। এটি একজনের কামোত্তেজক ঔপন্যাসিকের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি মরিয়া হয়ে তার কুমারীত্ব হারাতে চান।

 

View this post on Instagram

 

A post shared by Anantvijay (@anantvjoshi)

এটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য। অনেক রকমের বোল্ড দৃশ্য ও ডায়লগ আছে। তাই ছোটদের সামনে এই সিরিজটি না দেখাই ভালো।

আরও পড়ুন -  ‘লাভ ইন গোয়া’, ওয়েব সিরিজ, ইন্টারনেটে রিলিজ হল, শীর্ষে রয়েছে জনপ্রিয়তায়

বর্তমান সময়ে মানুষ ওয়েব সিরিজের দিকে বেশি ঝুঁকছে। বাংলা হোক বা হিন্দি বা ইংরাজি, মানুষ অবসর সময়ে ইন্টারনেটে অন করে ওয়েব সিরিজ ইচ্ছামত চালু করে দেখছে, ফলে কদর বাড়ছে, এমনকি বাড়ছে ব্যবসা। সেইজন্যেই ওয়েব প্ল্যাটফর্ম গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো। সিনেমা হল বা টেলিভিশনের বদলে মানুষ ডুব দিয়েছে ওয়েব সিরিজের দুনিয়ায়।

আরও পড়ুন -  ‘ মৌচাক ’ ভেঙ্গে মধু খেতে পারবেন ঠাকুরপোরা! অন্তরঙ্গ দৃশ্যে মনামী ঘোষ