Nusrat Jahan: আরও উষ্ণ নুসরাত! নিন্দুকদের মুখে ছাই দিয়ে

Published By: Khabar India Online | Published On:

কয়েকদিন ধরেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরাত জাহান, সাথে যশ দাশগুপ্ত। সেখানে থেকে অহরহ ছবি শেয়ার করছেন নুসরাত জাহান। বিকিনিতে ঝড় তুলেছেন নায়িকা।

নুসরাত জাহান

 সোশ্যাল মিডিয়া হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিয়েছেন নায়িকা।

আরও পড়ুন -  ব্যথার কারণে তীব্র রোম্যান্সে ভয় পাচ্ছেন ! মিলনের সময় মাথায় রাখুন কিছু টিপস

সম্প্রীতি ফি ফি আইল্যান্ড থেকে ছবি পোস্ট করেছেন নায়িকা। এদিনও নুসরাতকে দেখা গেল টু-পিসে।

 কয়েকদিন ধরেই কখনও তার রোগা হয়ে যাওয়াকে কেন্দ্র করে কখনও বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে।

আরও পড়ুন -  Nusrat-Mimi: মাসি হলেন মিমি ! সুখবর পেয়েই দূর থেকে প্রিয় বোনুয়াকে বললেন ‘তোকে যদি জড়িয়ে ধরতে পারতাম’

ট্রোলারদের কথায় কান না দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন নায়িকা। নুসরাতের পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই স্লিট স্কার্ট, চোখে চশমা ও মাথায় টুপি।

আরও পড়ুন -  Srijit Mukherji: জমিয়ে ক্রিকেট ম্যাচ দেখলেন সৃজিত, সেই ছবি দেখুন

নুসরাতের ছবিতে কমেন্ট করেছেন মিমি। নুসরাতকে মৎস্যকন্যা তকমা দিয়েছেন মিমি।