Apple: আইফোন-১৪ উন্মুক্ত হলো

Published By: Khabar India Online | Published On:

 বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২ টার পরই আইফোনের নতুন সিরিজ ‘আইফোন-১৪’ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল।

স্যাটেলাইট সংযোগ ও কার ক্রাশ ডিটেকশন প্রযুক্তিসহ আইফোন-১৪ উন্মুক্ত করেছে। ৯ সেপ্টেম্বর থেকে ভারতসহ বিশ্বের ৩০টি দেশে প্রি-অর্ডার নেয়া শুরু হবে। বিভিন্ন অ্যাপল স্টোরে ফোনগুলো পাওয়া যাবে ৭ অক্টোবর থেকে।

যুক্তরাষ্ট্রে অ্যাপল সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। সরাসরি অ্যাপলের ইউটিউব চ্যানেলে সম্প্রচার হয়।

আরও পড়ুন -  মাত্র ৬,৯৯৯ টাকায় লঞ্চ হল Moto G05 স্মার্টফোন, জেনে নিন সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার

 আইফোনের চারটি ভার্সন বাজারে আনা হয়েছে। অ্যাপল ওয়াচ আলট্রা, এয়ারপডসহ আরও কয়েকটি নতুন প্রোডাক্ট উন্মুক্ত করেছে।

আইফোন-১৪ কি আছেঃ

আইফোন-১৪ এর দুইটি সাইজ বাজারে এনেছে অ্যাপল। একটি আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্লাস। নতুন এই ফোনগুলোতে স্মার্টফোনের জগতে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জরুরি মুহূর্তে স্যাটেলাইট ব্যবহার উপযোগী প্রযুক্তি যুক্ত হয়েছে আইফোন-১৪ সিরিজে। এই প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কের বাইরেও সর্বোচ্চ ১৫ সেকেন্ডের মধ্যে মেসেজ আদান প্রদান করা যাবে।

আরও পড়ুন -  Google Pixel Watch: গুগল পিক্সেল ওয়াচ, স্মার্টওয়াচকেও টেক্কা দেবে

আইফোন-১৪ প্রোতে ৬.১ ইঞ্চি ও আইফোন-১৪ প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ডিপ পার্পল, সিলভার, গোল্ড ও স্পেস ব্ল্যাক লুকে ফোনগুলো পাওয়া যাবে। থাকছে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ ট্যারাবাইট স্টোরেজ এর ভ্যারিয়েন্ট।

আইফোন-১৪ সিরিজে ১২ ম্যাগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করেছে। দ্রুত প্রযুক্তির সেন্সর যুক্ত করেছে। দ্রুত গতিতে ছবির বিষয়বস্তু নির্বাচন ও ছবি তুলতে সক্ষম এই সিরিজের ফোনগুলো। কম আলোতেও ভালো ছবি তুলতে পারবে আইফোন-১৪।

আরও পড়ুন -  Diabetes: আপেল খাবেন ডায়াবেটিসের রোগীরা

 আইফোন-১৪ এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। আইফোন-১৪ প্রো ও আইফোন-১৪ প্রো ম্যাক্সে বেশ পরিবর্তন আনা হয়েছে। মূল পরিবর্তন এসেছে ডিসপ্লেতে। আইফোন-১৪ প্রো এর দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার।