হাওড়া-বর্ধমান রুটে চলবে বিশেষ ট্রেন, সিদ্ধান্ত রেলের, অবরোধের জের

Published By: Khabar India Online | Published On:

হাওড়া-বর্ধমান লাইনে দীর্ঘদিন ধরে যাত্রী অসন্তোষের খবর আসছে।

 লাইনের কাজের জন্য বাতিল করা হয়েছিল একাধিক লোকাল এবং কিছু দূরপাল্লার ট্রেন। নিত্যযাত্রীদের অভিযোগ ছিল ট্রেন লেট করে আসছে বা পর্যাপ্ত ব্যবস্থা নেই বা বিশেষ করে লোকাল ট্রেন বন্ধ করা হচ্ছে। অসন্তোষের জেরে বর্ধমানের একাধিক স্টেশনে দেখা গিয়েছে রেল অবরোধ।

হাওড়া বর্ধমান রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। আজ বুধবার ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকদিন এই রুটে চলবে বিশেষ কিছু ট্রেন।

আরও পড়ুন -  Indian Railways: ঘোষণা ভারতীয় রেলের, এবার থেকে পাবেন রেলের যাত্রীরা চকচকে বালিশ-কম্বল

 ইন্টারলকিং এর কাজ চলছে হাওড়া বর্ধমান ট্রেন রুটের শক্তিগর স্টেশনের কাছে। দীর্ঘক্ষণ ধরে পাওয়ার ব্লক করে কাজ চলছে, তার জন্যই বাতিল হচ্ছে বা সময় পিছিয়ে যাচ্ছে একাধিক লোকাল ট্রেনের। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন।

এবার সমাধানের জন্য বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। জানা গিয়েছে, মেইন লাইনে হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৪:১৫ তে। তারপরের ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৫:২৭, ৬:০৫৮, ১০:০৫, ১১:২৫, দুপুর ২:২০, ২:৫৫, ৩:৩০ এবং বিকেল ৫:০৫ ও রাত ৮:২০ তে। মেমারি স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেনগুলি।

আরও পড়ুন -  Russia: ইউক্রেনীয় গোলায় ২ নারী নিহত, রাশিয়ার বেলগোরোদে

অপরদিকে, মেমারি স্টেশন থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন রওনা দেবে সকাল ৬টা ১০ মিনিটে। যথাক্রমে ৭টা ১৫, ৮টা ৫০, দুপুর ১২টা, ১টা ২০, বিকেল ৪টে ২০, ৪টে ৫০, ৫টা ২০. সন্ধ্যে সাড়ে ৭টা এবং রাত ৯টা ৪৫ মিনিটে। ট্রেনগুলি প্রতিটি হল্ট স্টেশনও দাঁড়াবে। এতে যাত্রীদের সমস্যার সমাধান হবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। লাইনের কাজের জন্য যাত্রী বিক্ষোভ যে এতটা চরম পর্যায়ে পৌঁছাবে তা কখনোই ভাবতে পারেনি রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  ভারতীয় রেলে ধূমপান এবং দাহ্য পদার্থ বহনের বিরুদ্ধে অভিযান