Ushasi Ray: ঊষসী কি জানালেন? নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে

Published By: Khabar India Online | Published On:

কোনো শিল্পপতির বিপণির জন্য মডেলিং করা মানেই সেই মডেল অথবা অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে ওই শিল্পপতির।

 ‘রঙ্গোলি ফ্যাশনস’-এর জন্য ঊষসী রায় (Ushasi Ray) কে মডেলিং করতে দেখা গেছে, সেই দিন থেকেই এই ব্র্যান্ডের কর্ণধার নিখিল জৈন (Nikhil Jain)এর সাথে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন -  Vande Bharat Express: বাংলার বন্দে ভারতে থাকছে আমিষ পদ, বাঙালির কথা ভেবে, কি কি পাওয়া যাবে?

 ‘রঙ্গোলি’-র নতুন শো-রুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন ঊষসী। তিনি ও নিখিল পাশাপাশি বসে সাক্ষাৎকার দিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন জোরালো হচ্ছে। মানুষের একটি পারিবারিক জীবন রয়েছে। ফলে এই ঘটনায় অত্যন্ত বিব্রত ঊষসী।

ঊষসী জানালেন, কর্মসূত্রে নিখিলের সাথে তাঁর যোগাযোগ রয়েছে। নিখিলের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন রটার ফলে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন ঊষসী।

আরও পড়ুন -  ওয়েব সিরিজ গুলো টেক্কা দিচ্ছে একে অপরকে, Mx-Player এর এই ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে একদম দেখবেন না

নিখিলের সাথে সম্পর্ককে তিনি বন্ধুত্ব ছাড়া অন্য কিছু বলতে রাজি নন। ঊষসী মনে করেন, নিখিল তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন, তাঁর কাছে বড় প্রাপ্তি। তবে সমস্যা হয়, যখন তাঁদের সম্পর্ক নিয়ে এই ধরনের রটনা হয়। ঊষসী বললেন, নিখিলও চমকে গিয়েছিলেন আন্দামান ভ্রমণের প্রসঙ্গ নিয়ে। তিনিও হকচকিয়ে গিয়ে বলেছিলেন তাঁর পাসপোর্ট দেখতে। নিখিলের খেয়াল ছিল না, আন্দামান যেতে পাসপোর্ট লাগে না।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@rubayee93)