Serena Williams: সেরেনা উইলিয়ামস, টেনিস থেকে অবসর নিলেন

Published By: Khabar India Online | Published On:

 সেরেনা উইলিয়ামস টেনিসকে বিদায় বলে দিয়েছেন। ২৭ বছর ধরে ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতার পর টেনিস থেকে অবসর নিলেন।

ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা ইঙ্গিত দিয়েছিলেন বিদায় নিতে চলেছেন। তিনি বলেছিলেন, পেশাদার টেনিসে এটাই হতে পারে তার শেষ টুর্নামেন্ট।

আরও পড়ুন -  Viral: সুন্দরী যুবতীর উদ্দাম নাচ, প্রশংসার ঝড়

যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে টেনিসকে বিদায় জানালেন সেরেনা।

সেরেনার ব্যাক হ্যান্ড, শক্তিশালী গ্রাউন্ড সার্ভ চমকে দিয়েছিল টেনিস বিশ্বকে। ভেনাস বোনেদের সামনে একটা সময়ে বাকি খেলোয়াড়রা ছিলেন নিষ্প্রভ।

আরও পড়ুন -  হাওয়া অফিস জানিয়েছে, কয়েকটি জেলায় বৃষ্টি হবে আজ

 ৪০ বছর বয়সী এই তারকা খেলোয়াড় জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছেন। তাই টেনিসকে বিদায় জানিয়েই সে পথে এগোবেন তিনি। একটি কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন -  ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়, মামাকে ছুরির কোপ, অভিযুক্ত আটক