ডার্বি জয় সবুজ মেরুণের

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   ডার্বি জয় সবুজ মেরুণের।

ডুরান্ড কাপ ফুটবলে ডার্বি ম্যাচে মুখোমুখি মোহনবাগান আর ইস্টবেঙ্গল। উত্তেজনায় ঠাসা রবিবাসরীয় খেলায় মোহনবাগান বাজিমাত করলো ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে । সমর্থকদের মধ্যে উদ্দীপনা থাকলেও,খেলার মাঠে তার আঁচ পাওয়া গেলো না। এক কথায় সাদামাটা খেলা। খেলায় মোহনবাগানের প্রাধান্য ছিল। ইস্টবেঙ্গল পাল্টা আঘাত হানার চেষ্টা করে কোনও সুযোগ কাজে লাগাতে পারে নি।

আরও পড়ুন -  পালসার সিরিজের নতুন বাইক পালসার N150 বাজাজ লঞ্চ করলো, দাম মাত্র ১.১৮ লক্ষ টাকা

সবুজ মেরুন শিবিরের লিসটন ও পোগবা মাঝে মাঝে চাপে ফেলেছেন লাল হলুদ শিবিরের রক্ষণ ভাগে। এলোমেলো ফুটবলে দুই দলের ফুটবলাররা মেতে ওঠেন। কোনও পরিকল্পনা ছিল না আক্রমণ গড়ে তুলতে। ভুল পাস আর পাসে খেলার চেহারায় রঙ বদলায় নি। সময় নষ্ট করা ছাড়া অন্য কিছু ছিল না। খেলার প্রথম পর্বের শেষ মিনিটে মোহনবাগানের লিষ্টনের একটা কর্নার থেকে উড়ে আসা বলটি রক্ষা করতে গিয়ে সুমিত পাসা নিজের গোলের জালে তা জড়িয়ে দেন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ইস্টবেঙ্গলের কোচ খেলোয়াড় বদল করেও কিছু করতে পারেন নি।

আরও পড়ুন -  এনটিপি চলতি অর্থবর্ষে ১০০ বিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে

দ্বিতীয় পর্বে খেলার ছক পরিবর্তন করে খেলায় সমতা ফিরিয়ে আনার চেষ্টা করেও কোন লাভ হয় নি ইস্টবেঙ্গলের। বরঞ্চ তিন চারটে কর্নার আদায় করে নেয় মোহনবাগান। কিন্তু তাতে সবুজ মেরুন শিবির গোলের ব্যবধান বাড়াতে পারেনি। ইস্টবেঙ্গল ছিটকে গেলো প্রতিযোগিতা থেকে।মোহনবাগান নকআউট পর্যায়ে খেলার পথ পরিস্কার করে নিল।

আরও পড়ুন -  স্তনবৃন্তে শুধুই রাংতা, অন্তর্বাস নেই, আবারও হইচই Urfi Javed এর পোশাক নিয়ে

সৌজন্যে।