Mimi Chakraborty: নয়া লুকে, হলুদ গাউনে সাংসদ-অভিনেত্রী মিমি, অনুরাগীরা মুগ্ধ

Published By: Khabar India Online | Published On:

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন। সেগুলি যথেষ্ট ভাইরাল হয়।

 বিভিন্ন স্টাইলিশ পোশাকে নিজের ছবি শেয়ার করছেন মিমি। কিছুদিন আগেই সাদা ধবধবে শাড়িতে ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার দেখা গেল হলুদ রঙের গাউন।

আরও পড়ুন -  সুপার বোল্ড ভঙ্গিমায় যুবতীর নাচের সামনে ফেল হল জাহ্নবী কাপুর, দেখলে হৃদয়ে কারেন্ট লাগবে

সম্প্রতি মিমি ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে মিমির পরনে রয়েছে উজ্জ্বল হলুদ রঙের গাউন। গাউনটি যথেষ্ট ফ্লেয়ারড। অফ শোল্ডার গাউনের উপরের অংশ সামান্য চাপা।

কোমর অবধি চাপা হওয়ার পর নিচের অংশ রয়েছে ফ্লেয়ারড। পোশাকের সাথে মিমির পায়ে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের পাম্পস হিল। কানে রয়েছে সোনালি রঙের স্টোন স্টাডেড ইয়ারিং। চুলে বাঁধা রয়েছে খোঁপা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে মিমি লিখেছেন, তিনি ‘টোয়ার্ল’ করা শুরু করেছেন। তার সাথে সূর্যমুখী ফুল ও চন্দ্রমুখী ফুলের ইমোজি পোস্ট করেছেন মিমি।

আরও পড়ুন -  Nora Fatehi: নতুন লুকে দেখা দিলেন নোরা ফাতেহি,আঁটসাঁট পোশাকে, মুগ্ধ ভক্তরা

মিমি নিজের ডায়েটেও এনেছেন পরিবর্তন। মিমি এই মুহূর্তে ভেগান ডায়েট অনুসরণ করছেন। একসময় জৈন হস্টেলে থেকে পড়াশোনা করা মিমিকে হস্টেলে থাকাকালীন নিরামিষ খেতে হত। এমনকি রাজনৈতিক প্রচারের সময় দুই মাস ধরে নিরামিষ আহার করেছিলেন মিমি। কিন্তু বাড়িতে থাকাকালীন নন-ভেজ খেতে হত মিমিকে।

আরও পড়ুন -  ছবি আসতেই স্বস্তিকাকে ট্রল, কাঁচা লঙ্কার লিপস্টিক