Debina Bonnerjee: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা মাত্র চার মাসের মধ্যেই, লজ্জা পেয়েছিল দেবিনা

Published By: Khabar India Online | Published On:

দেবিনা ব্যানার্জী (Debina Bonnerjee) প্রথম সন্তান লিয়ানা (Liana)র জন্মের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয়বার গর্ভধারণ করেছেন। তাঁকে কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে।

 ট্রোলের প্রতিবাদ করে বলেছেন, তাহলে কি নেটিজেনদের একাংশ তাঁকে গর্ভপাত করাতে বলছেন! দেবিনা তাঁর দ্বিতীয়বার গর্ভধারণের ঘটনাকে ঐশ্বরিক বলেছেন। সম্প্রতি দেবিনা তাঁর ইউটিউব চ্যানেল ‘দেবিনা ডিকোডস’-এ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর শিরোনাম হল ‘মাই সেকেন্ড প্রেগন্যান্সি স্টোরি পডকাস্ট বাই মি’।

আরও পড়ুন -  শান্ত খান, যে ভাবেই হোক শ্রাবন্তীকে চাই!

ভিডিওতে দেবিনা বলেছেন, লিয়ানার জন্মের পর তিনি অসুস্থ বোধ করছিলেন। যথেষ্ট দূর্বল লাগছিল। দেবিনার মনে হয়েছিল, হয়তো লিয়ানার পরিচর্যা করতে গিয়ে তিনি বিশ্রাম নেওয়ার সময় পাননি বলেই দূর্বল বোধ করছেন। তাঁর বমি হয়নি। দেবিনা প্রথমে ভেবেছিলেন, তাঁর এই শারীরিক সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে।  ফলে তিনি তাঁর স্বামী অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury)-কে দেবিনা তাঁর শারীরিক সমস্যার কথা বলেন। গুরমিত বলেন দেবিনাকে বিশ্রাম নিতে।

আরও পড়ুন -  ডাকবাংলো মাঠে সরকারিভাবে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পর শুভ উদ্বোধন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। দেবিনার মনে হচ্ছিল, তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন। দেবিনা স্বীকার করেছেন, তাঁর নিজেরও প্রথম দিকে এত অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার গর্ভধারণের কথা ভেবে অস্বস্তি হচ্ছিল, খানিক লজ্জাও পেয়েছিলেন (পড়ুন লোকলজ্জা)।

আরও পড়ুন -  Diabetes: আপেল খাবেন ডায়াবেটিসের রোগীরা

 তিনি নিজে মেডিক্যাল স্টোরে গিয়ে একটি প্রেগন্যান্সি কিট কিনে আনতে চাননি। দেবিনা সেলিব্রিটি হওয়ার কারণে প্রায় সকলেই জানেন, দেবিনা কিছুদিন আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফলে দেবিনা অনলাইন প্রেগন্যান্সি কিট অর্ডার করে আনিয়েছিলেন। বাড়িতে পরীক্ষা করে দেবিনা দ্বিতীয়বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পেরে চমকে গিয়েছিলেন।