Virat vs Babar: কে সেরা ব্যাটসম্যান? বিরাট-বাবরের মধ্যে, পরিসংখ্যান দেখুন

Published By: Khabar India Online | Published On:

বিশ্ব ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি এবং বাবর আজম।

২৭শে আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের পূর্বে ফের আলোচনায় উঠে এসেছে এই ক্রিকেটারদ্বয়। ২৮ তারিখ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে বিশ্বের সেরা দুই ব্যাটসম্যান, বিরাট কোহলি ও বাবর আজম মধ্যে ব্যাটিং যুদ্ধ দেখার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব।

আরও পড়ুন -  BHOJPURI: গভীর রাতে পাতলা গোলাপি শাড়ি পরে নিরাহুয়ার সঙ্গে এই ভাবে রোমান্স করলেন আম্রপালি, ভাইরাল হল ভিডিও

একনজরে দেখে নিন

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট এবং বাবর নিজেদের প্রমাণ করতে পারেননি। বিরাট কোহলি চলতি বছর ৪ ম্যাচে মাত্র ৮১ রান করেছেন, সেখানে বাবর আজম চলতি বছর মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং যেখানে তিনি ৬৬ রান করেছেন।

বিরাট কোহলির ব্যাট বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখেছে ক্রিকেট বিশ্ব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটই একমাত্র ব্যাটসম্যান যিনি পাকিস্তানের বিরুদ্ধে ৫০ উর্দ্ধ ইনিংস খেলেছিলেন। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৭ গড়ে ৩১১ রান করেছেন।

আরও পড়ুন -  IND vs RSA: দীনেশ কার্তিক ধোনির রেকর্ড ভাঙলেন

অপরদিকে, ভারতের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর আজম। যেটি ছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র ম্যাচ। যেখানে বাবর অপরাজিত ৬৮ রানেন ইনিংস খেলেছিলেন। যদি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুই ক্রিকেটারের সামগ্রিক পারফরম্যান্সের কথা বলি, তবে বাবর আজমের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন -  Team India: তরুণদেরও সুযোগ দিতে হবে…..,রবি শাস্ত্রী

এখনও পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ উর্দ্ধ গড়ে ৩৩০৪ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে, বাবর আজম এখন পর্যন্ত মোট ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৫ গড়ে ২৬৮৬ রান করেছেন। এই হচ্ছে দুইজনের পারফরম্যান্স।