Siddharth Malhotra: উদ্দাম যৌনতায় মেতেছিলেন সিদ্ধার্থ, চেঞ্জিং রুমে

Published By: Khabar India Online | Published On:

সিদ্ধার্থ মালহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) তাঁদের সম্পর্ককে গোপনে রাখতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মিডিয়ার চোখে তাঁদের সম্পর্কের ধরা পড়েছে।

সিদ্ধার্থের সাথে করণ জোহর (Karan Johar)-এর সম্পর্ক নিয়ে চর্চা হলেও কিয়ারার সাথে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। এতদিন ধরে সকলের সামনে সম্পর্ককে স্বীকৃতি না দিলেও এবার করণের সামনে তা লুকালেন না তিনি।

আরও পড়ুন -  Siddharth-Kiara: বিয়ের পিঁড়িতে বসছেন, বলিউডের এই জনপ্রিয় জুটি

‘কফি উইথ করণ’ এর সপ্তম সিজনে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ ও ভিকি কৌশল (Vicky Kaushal)। করণকে তো সকলের হাঁড়ির খবর জানতেই হবে। তাই করণ তাঁর প্রশ্নবাণ ছুঁড়লেন দুই তারকার উদ্দেশ্যে। প্রথমে ভিকি ও সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আলোচনা হচ্ছিল।

 ভিকির শার্টলেস ছবিতে এক অনুরাগীর কমেন্ট তাঁদের চোখে পড়ে। ওই অনুরাগী লিখেছেন, ভিকির উষ্ণতার কারণে ক্যাটরিনা (Katrina Kaif)-এর কম্বলের দরকার পড়বে না। ভিকির বেশ ভালোই লেগেছে এই কমেন্টটি। কিন্তু করণের হঠাৎই মনে হল, এই কমেন্টের মধ্যে রয়েছে যৌন আবেদন। আসলে এটি ছিল ভণিতা।

আরও পড়ুন -  Bharat Joro Yatra: হাঁটতে হাঁটতেই কংগ্রেস সাংসদের মৃত্যু, ভারত জোড়ো যাত্রায়

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ বলেন, যৌনতার মধ্যে ভালোবাসা থাকাটা জরুরী। এরপর র‌্যাপিড ফায়ার রাউন্ডে সিদ্ধার্থকে করণ জিজ্ঞাসা করেন, এখনও অবধি সবচেয়ে আজব স্থান কোনটি যেখানে সিদ্ধার্থ যৌনতায় লিপ্ত হয়েছেন! সিদ্ধার্থ সপ্রতিভ ভাবেই উত্তর দেন, তিনি চেঞ্জিং রুমে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। ব্যস, করণকে আর পায় কে! তিনি জিজ্ঞাসা করেন, সেই সময় চেঞ্জিং রুমের বাইরে কি কেউ ছিল! সিদ্ধার্থ বলেন, বিস্তারিত বলার জন্য তাঁকে প্রশ্ন করেননি করণ। করণ আবারও ক্লিন বোল্ড।

আরও পড়ুন -  Aishwarya Rai Bachchan: ঐশ্বরিয়া মুখ লুকালেন, দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করার সময়