Debina Banerjee: কোলে চার মাসের সন্তান, আবার অন্তঃসত্ত্বা দেবিনা

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রীদের সংসারে মন বসেছে। একের পর এক মা হতে চলেছেন। চলতি বছরেই সুখবর দিয়েছেন ভারতী সিং, প্রিয়াঙ্কা চোপড়া।

তারপর দিলেন, সোনম কাপুর, আলিয়া ভাট এবং বিপাশা বসু। এবারে হিন্দি টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ দ্বিতীয়বারের মতন প্রেগন্যান্সি ঘোষণা করলেন। গুরমিত-দেবিনা, ‘রামায়ণে’র রাম-সীতা আবারও প্রেগন্যান্ট!

আরও পড়ুন -  China: ১০ জনের মৃত্যু আবাসিক ভবনে আগুনে, চীনে জিনজিয়াং অঞ্চলে

ভাগলপুর আর কলকাতার সীতা দশ বছর আগেই বিয়ে করে নিয়ে ছিলেন। ২০০৮ এ রামায়ণ একটি সিরিজ চলতো হিন্দি টেলিভিশনের ছোট পর্দায়। সেখানে ভাগলপুরের ছেলেটি ছিল রাম আর কলকাতার তনয়া ছিল সীতা চরিত্রে। কাজ করার সময় থেকে দুজনের আলাপ ও পরিচয়।

আরও পড়ুন -  Gurmeet-Debina: গুরমিত দেবীনার প্রেমের গল্প, গর্ভবতী দেবিনা রেগে গেলেন কেন ?

প্রথমে বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। ২০১১ নাগাদ বিয়ে করেন এই রাম সীতা।

রেজিস্ট্রি ম্যারেজ করেই একসঙ্গে থাকতেন দুজন মুম্বাই নগরীতে। শেষে, নিজের জায়গায় ফিরে ‘ফাইনালি’ বং স্টাইলে বিয়ে করেন গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও দেবিনা ব্যানার্জী (Debina Bonnerjee)। বিয়ের পরেই প্রথম সন্তানের ঘোষণা। ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।গুরমিত ও দেবিনা তাদের প্রথম সন্তানের নাম রাখে লিয়ানা (Liaana)। এবার দ্বিতীয় অতিথির পালা।

আরও পড়ুন -  জাতির উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত ২’০, (১৪তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ